ব্লু হোয়েলে আসক্ত চবি ছাত্র পুলিশি হেফাজতে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০১:০১ পিএম, ১১ অক্টোবর ২০১৭
ফাইল ছবি

মরণঘাতী ব্লু হোয়েল গেমসে আসক্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে ওই ছাত্রের বিষয়ে বিস্তারিত জানাতে অপারগতা জানিয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তারা। বর্তমানে ওই শিক্ষার্থীকে কাউন্সেলিং করা হচ্ছে।

হেফাজতে নেয়ার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মশিউদ্দোলা রেজা জাগো নিউজকে বলেন, চবির ওই শিক্ষার্থীকে মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে ক্যাম্পাস থেকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। বর্তমানে তাকে কাউন্সেলিং করা হচ্ছে। ব্যক্তিগত গোপনীয়তার কারণে ওই শিক্ষার্থীর বিস্তারিত জানাতে অপরাগতা জানান তিনি।

তবে একটি সূত্র নিশ্চিত করেছে, হেফাজতে থাকা ওই শিক্ষার্থী ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। গেমটিতে আসক্ত জানতে পেরে তার বন্ধুরা বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করে। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।

এছাড়া হেফাজতে নেয়ার বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্রও নিশ্চিত করেছেন।

আবদুল্লাহ রাকীব/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।