ঢাবিতে দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন সোমবার
ঢাকা বিশ্ববিদ্যালয়ে উর্দু বিভাগের আয়োজনে ‘উর্দু ইন কনটেমপোরারি’ শীর্ষক দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে সোমবার। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের রমেশ চন্দ্র মজুমদার আর্টস মিলনায়তনে শীর্ষক দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
আন্তর্জাতিক সম্মেলনের আহ্বায়ক ও উর্দু বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. জাফর আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক শাহজাহান মিয়া। এ সম্মেলনে দেশ-বিদেশের গবেষকরা তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন।
সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ।
এমএইচ/এমআরএম/আরআইপি