নাজমুলকে হত্যার হুমকির প্রতিবাদে জবিতে বিক্ষোভ


প্রকাশিত: ০২:০৭ পিএম, ১৮ জুন ২০১৫

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের এ কর্মসূচি পালন করে শাখা ছাত্রলীগের নেতা কর্মীরা।

সমাবেশে সভাপতিত্ব করেন জবি ছাত্রলীগের সভাপতি এফ এম শরিফুল ইসলাম এবং পরিচালনা করেন জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলাম।

সমাবশেষে বক্তারা বলেন, ‘স্বাধীনতার যুদ্ধে সর্বোচ্চ ত্যাগস্বীকারী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম কোন ব্যক্তি নয়। তিনি একটি প্রতিষ্ঠান, তিনি ছাত্রলীগের সোনালী অর্জন, বাংলার সূর্যসন্তান এবং বাংলার ছাত্র সমাজের পথ প্রদর্শক। তাই আনসারুল্লাহ বাংলা টিম নামক আহম্মদ সংগঠনটি বাংলাদেশ থেকে চিরতরে নিশ্চিহ্ন করতে বাংলাদেশ ছাত্রলীগই যথেষ্ট।’

এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।