এমফিল ও পিএইচডি ভর্তির চূড়ান্ত তালিকা প্রকাশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০২:১৪ পিএম, ০৪ অক্টোবর ২০১৭

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, প্ল্যান অব স্টাডিজ ও অন্যান্য বিষয়াদি মূল্যায়নের মাধ্যমে বিভিন্ন বিষয়ে এমফিল প্রোগ্রামে ৩৭জন এবং পিএইচডি প্রোগ্রামে চারজন গবেষককে নির্বাচন করা হয়।

নির্বাচিত প্রার্থীদের ৪ অক্টোবর থেকে ১৫ অক্টোবরের মধ্যে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় সোনালী সেবার মাধ্যমে ভর্তি ফি জমা দিয়ে ভর্তি সম্পন্ন করতে হবে। কোর্সওয়ার্ক /গবেষণা কার্যক্রম ১৭ অক্টোবর থেকে শুরু হবে।

বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের (www.admissions.nu.edu.bd অথবা nu.edu.bd/admissions) Master’s অপশন থেকে জানা যাবে।

বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এ তথ্য জানিয়েছে।

আমিনুল ইসলাম/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।