ইউল্যাবে স্কিলস ফর লাইফ-এর নিবন্ধন শুরু


প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ১৬ জুন ২০১৫

২০১৫ সালের এইচএসসি বা এ-লেভেল পরীক্ষা সম্পন্ন শিক্ষার্থীদের `স্কিলস ফর লাইফ` শীর্ষক একটি স্বল্প মেয়াদি প্রোগ্রাম আয়োজন করছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। তরুণদেরকে কর্মজীবনের জন্য প্রস্তুতি প্রদানের উদ্দেশে সম্পূর্ণ বিনামূল্যে চতুর্থবারের মতো এক মাসব্যাপি এ কোর্স পরিচালনা করছে ইউল্যাব।

এ বছর ১২০ জন শিক্ষার্থী এ প্রোগ্রামে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন। এ জন্য আগামী ৯ জুলাই পর্যন্ত অনলাইন আবেদন উন্মুক্ত থাকবে। নিবন্ধনের জন্য যেতে হবে docs.google.com/a/ulab.edu.bd/forms/d/1PXMy9jM2R0ljdbCc56yZHK6VfX_bNGkmUDkSJFzFvaA/viewform লিঙ্কটিতে।

বই থেকে প্রাপ্ত শিক্ষার সম্পূরক হিসেবে স্কিলস ফর লাইফ উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। পাঠ্যসূচির মধ্যে সেই সব উপকরণ থাকছে যা সাধারণত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শেখানো হয় না; যেগুলো শিক্ষার্থীদেরকে দৈনন্দিন জীবনে আত্মনির্ভরশীল হতে শিক্ষা দেবে। এছাড়াও শিক্ষার্থীরা তাদের কর্মজীবন, সামাজিক দায়িত্ব এবং দুর্যোগ মোকাবেলা সম্পর্কিত বিভিন্ন উপদেশ গ্রহণ করতে পারবে।

শিক্ষার্থীরা প্রাথমিকভাবে পাঁচটি বিশেষায়িত শিক্ষাক্রমের যেকোনো একটির ওপর প্রশিক্ষণ পাবেন। এগুলো হলো ওয়েব ডিজাইন, ক্রিয়েটিভ রাইটিং, মোবাইলে ফিল্ম মেকিং, সাংবাদিকতা এবং অ্যানিমেশন। এছাড়াও আবশ্যিক কোর্সগুলোর মধ্যে রয়েছে লেখনী শিক্ষা, কম্পিউটার শিক্ষা, উপস্থাপনা শিক্ষা, পাবলিক স্পিকিং, প্রাত্যহিক ব্যবহার্য আইন, দুর্যোগ মোকাবেলা, দীর্ঘমেয়াদি জীবনযাপন এবং অন্যান্য। কোর্স সম্পন্ন করার পর ইউল্যাব থেকে একটি সার্টিফিকেট পাবনি অংশগ্রহণকারীরা।

এ বিশেষ উদ্যোগটির সহায়তায় রয়েছে ইউল্যাব স্কুল অব বিজনেস, ইউল্যাব স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইউল্যাব স্কুল অব সোশ্যাল সায়েন্স, ইউল্যাব স্কুল অব হিউম্যানিটিজ, ইউল্যাব সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট, ইউল্যাব সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ স্টাডিজ এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস।

নিবন্ধন শেষে আগামী ২৩ জুলাই থেকে ক্লাস শুরু হবে। নিবন্ধনের বুথ খোলা থাকবে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। বিস্তারিত জানতে যেতে হবে www.facebook.com/UlabSkillsForlife লিঙ্কটিতে অথবা কল করতে হবে ০১৭৩০০৮৭০৪১ নম্বরে।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।