গবেষণা চৌর্যবৃত্তি : ঢাবির পাঁচ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৭

গবেষণায় চৌর্যবৃত্তির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন বিভাগের পাঁচ শিক্ষকের বিরুদ্ধে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাঁচ সদস্য বিশিষ্ট দুই তদন্ত কমিটির প্রধান করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষ) অধ্যাপক ড. নাসরীর আহমাদকে।

বুধবার রাতে বিশ্ববিদ্যালয়েরর সিন্ডিকেট সভায় এই পৃথক দুই তদন্ত কমিটি গঠন করা হয়। এছাড়াও সিন্ডিকেট সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূইয়ার মেয়াদোত্তীর্ণ হওয়ায় সাবেক তথ্য কমিশনার অধ্যাপক সাদেকা হালিমকে অনুষদটির ভারপ্রাপ্ত ডিনের দায়িত্ব দেয়।

সিন্ডিকেট সদস্য ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নীলিমা আক্তার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গবেষণা চৌর্যবৃত্তিরর অভিযোগ আসায় টুরিজ্যম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের তিন সহকারী অধ্যাপক মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, নুসরাত জাহান ও তার স্বামী একই বিভাগের রুহুল আমিনের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সামিয়া রহমান ও অপরাধবিজ্ঞান বিভাগের প্রভাষক মাহফুজুল হক মারজানের বিরুদ্ধেও গবেষণায় চৌর্যবৃত্তির অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জাগো নিউজকে বলেন, গবেষণা জালিয়াতির অভিযোগ ওঠায় তিন বিভাগের পাঁচ শিক্ষকের বিরুদ্ধে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া সামাজিক বিজ্ঞান অনুষদে অধ্যাপক সাদেকা হালিমকে ভারপ্রাপ্ত ডিনের দায়িত্ব দেয়া হয়েছে।

এমএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।