চমেকে শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি
হাসপাতালে এক নারী শিক্ষানবিশ চিকিৎসকের সঙ্গে রোগীর স্বজনদের দুর্ব্যবহারের ঘটনাকে কেন্দ্র করে কর্মবিরতি পালন করছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। সোমবার রাত ১১ টা থেকে এ কর্মবিরতি শুরু করেন তারা।
ইন্টার্ন ডক্টর অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী শুভ জানান, সোমবার রাতে সিসিইউ’তে চিকিৎসাধীন এক রোগীকে দেখতে আসেন তার স্বজনরা। সিসিইউতে রোগীর স্বজনদের ক্ষেত্রে ১জন প্রবেশের অনুমতি থাকলেও তারা ৭-৮জন একসঙ্গে প্রবেশ করে। এসময় তাদেরকে রোগীর স্বার্থে নিষেধ করা হলে তারা বেরিয়ে যায়। কিছুক্ষণ পর আবারো তারা ৭-৮ জন স্বজন একসঙ্গে রোগীকে দেখতে আসে।
এসময় সিসিইউতে থাকা এক শিক্ষানবিশ চিকিৎসক নিষেধ করলে রোগীর স্বজনরা তার সঙ্গে দুর্ব্যবহার করে ও তাকে ‘দেখে নেবে’ বলেও হুমকি দেয়। রোগীর এক স্বজন চিকিৎসককে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে বলেও দাবি করেন ইন্টার্ন ডক্টর অ্যাসোসিয়েশনের যুগ্ম আহবায়ক ।
এদিকে রাত থেকেই হাসপাতালের ইনডোর ও আউটডোরে রোগী দেখা থেকে বিরত রয়েছেন শিক্ষানবিশ চিকিৎসকরা। ফলে ব্যাহত হচ্ছে রোগীদের চিকিৎসা সেবা।
চমেক পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক জহিরুল ইসলাম জানান, ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে রোগীর স্বজনদের দুর্ব্যবহারের ঘটনাকে কেন্দ্র করে রাত থেকে কর্মবিরতি পালন করছে ইন্টার্ন চিকিৎসকরা।
এসকেডি/এমএস