যৌন হয়রানির অভিযোগে পদ ছাড়লেন অধ্যাপক সাইফুল


প্রকাশিত: ০৮:০৪ এএম, ১৫ সেপ্টেম্বর ২০১৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন অধ্যাপক সাইফুল ইসলাম। পদত্যাগের পাশাপাশি তিনি ছুটির আবেদনও করেছেন। এর আগে তার বিরুদ্ধে চতুর্থ বর্ষের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আন্দোলন করেন বিভাগের শিক্ষার্থীরা।

বিভাগের শিক্ষার্থীরা সোমবার সকাল থেকেই অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে তার কক্ষ তালাবন্ধ করে বিভাগের সামনে অবস্থান নেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানান, ভালো ফলাফলের প্রলোভন দেখিয়ে বিভাগের চতুর্থ বর্ষের এক ছাত্রীকে যৌন হয়রানি করেন সাইফুল ইসলাম।

শিক্ষার্থীদের দাবি, সাইফুল ইসলাম এর আগেও অনেক ছাত্রীকে যৌন হয়রানি করেছেন। তাকে আজীবন চাকরিচ্যুত করার ঘোষণা না দেওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আমজাদ আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘সাইফুল ইসলামের বিষয়টি আমরা সবাই জানি। কিন্তু তোমাদের আইন হাতে তুলে নিলে চলবে না। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সবার সঙ্গে আলোচনা করে তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।