কর্তৃপক্ষের ভুলে অনিশ্চিত ৩ শতাধিক শিক্ষার্থীর ভবিষ্যৎ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৩:৫২ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৭

রংপুরের কারমাইকেল কলেজের ৩০২ জন শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। কলেজ কর্তৃপক্ষের ভুলের কারণে মাস্টার্সে ভর্তি হতে পারেননি এসব শিক্ষার্থী।

সোমবার বিকেলে কারমাইকেল কলেজের মাস্টার্সে ভর্তি অনিশ্চয়তায় পড়া এসব শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখেন। পরে অধ্যক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ভর্তি সুযোগের আশ্বাস দিলে তারা সরে আসেন।

কলেজ সূত্রে জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) ভর্তি কার্যক্রমের সময়সীমা নিয়ে ভুল তথ্য প্রদান করা হয়। পরে বাংলা, ইসলামিক স্টাডিজ, ইসলামের ইতিহাস এবং গণিত বিভাগের শিক্ষার্থীরা বিপাকে পড়েন।

এ সময় চারটি বিভাগের ভর্তি হতে আসা শিক্ষার্থীরা ভর্তি হতে না পেরে বিকেলে কারমাইকেল কলেজের অধ্যক্ষ ড. আবদুল লতিফ মিয়াকে ঘণ্টাব্যাপী তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন।

কথা বললে কারমাইকেল কলেজের অধ্যক্ষ ড. আবদুল লতিফ মিয়া জাগো নিউজে বলেন, ভুলটি অনাকাঙ্ক্ষিত। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন। কলেজ থেকে লিখিতভাবে ভর্তির সুযোগ চেয়ে আবেদন করা হয়েছে। আশা করছি, শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন।

সজীব হোসাইন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।