ঢাবি ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১২:৫১ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের অধীনে প্রথমবর্ষ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৭০টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

এ বছর ২ হাজার ৩৬৩টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৩২ হাজার ৭৪৯ জন। পরীক্ষার্থীদের হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোনো ইলেক্ট্রনিক ডিভাইস/যন্ত্র নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বরাবরের মতো পরীক্ষা চলাকালে মোবাইল কোর্ট দায়িত্ব পালন করবে।

বিশ্ববিদ্যালয়ের বইরের কেন্দ্রগুলো হলো- বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, ঢাকা কলেজ এবং ইডেন কলেজ।

ভর্তি পরীক্ষার সিট-প্ল্যানসহ বিস্তারিত জানতে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেয়া হয়েছে।

এদিকে একই শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অধীনে প্রথমবর্ষ বিএফএ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা (অংকন) আগামী ২৩ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চারুকলা অনুষদে অনুষ্ঠিত হবে।

এমএইচ/এএইচ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।