সড়ক দুর্ঘটনায় জবি শিক্ষার্থী নিহত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১১:২৪ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৭

সড়ক দুর্ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নিহতের নাম মো. নাঈম খান। তিনি জবির একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের নবম ব্যাচের ছাত্র ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৭টার দিকে নারায়ণগঞ্জের মদনপুর বাস স্ট্যান্ডে সিএনজি ও কাভার্ডভ্যানের সংঘর্ষে গুরুতর আহত হয়ে তার মৃত্যু হয়েছে।

নাঈমের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার শেখের হাট গ্রামে। তার পিতার নাম মো. আতাউর রহমান খান এবং মাতার নাম রোকসানা বেগম।

তার মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এসএম/জেডএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।