‘সু চির কর্মকাণ্ড মানুষের পর্যায়ে পড়ে না’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১০:৩৯ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৭

মিয়ানমারের নিপীড়িত রোহিঙ্গাদের ওপর সেদেশের সরকার যে বর্বরতা চালাচ্ছে তা অমানবিক। সরকার প্রধান হিসেবে অংসান সু চির কর্মকাণ্ড মানুষের পর্যায়ে পড়ে না।

রোহিঙ্গাদের ওপর বর্বর নির্যাতন ও মিয়ানমার সরকারের গণহত্যার প্রতিবাদে চবির ৬ সাংস্কৃতিক সংগঠন আয়োজিত এক মানববন্ধনে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক কোষাধ্যক্ষ ও সনাতন ধর্ম পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সজীব কুমার ঘোষ এ মন্তব্য করেন।

মানববন্ধনে উপস্থিত বক্তরা বলেন, মিয়ানমারে একটি জাতিকে উৎখাত কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। রোহিঙ্গাদের বিতাড়িত করার এ প্রক্রিয়া কোনো সামরিক প্রক্রিয়ার মধ্যে পড়ে না। মানবিক বিবেচনায় রোহিঙ্গাদের পাশে আছে বাংলাদেশ।

মানবিক বিপর্যয়ের কথা উল্লেখ করে আওয়ামী ও প্রগতিশীল শিক্ষকদের সংগঠন হলুদ দলের আহ্বায়ক ড. সুলতান আহমেদ বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর এমন মানবিক বিপর্যয় পৃথিবীতে বিরল। জ্বালিয়ে, পুড়িয়ে, হত্যা করে একটি জাতিকে বিতাড়িত করার ঘৃণ্য ঘটনা এ বিশ্বে আর ঘটেনি। বিশ্ব সম্প্রদায়কে অতি দ্রুত এ সমস্যা সমাধানের আহ্বান জানান তিনি।

এদিকে নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রেহমান নাসিরের সভাপতিত্বে ও অঙ্গনের সহ-সভাপতি মুমতাহিনা নাজনীনের সঞ্চালনায় মানবন্ধনে সংহতি প্রকাশ করে আরও বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যলয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, প্রফেসর জিনবোধি ভিহ্মু, শিক্ষক সমিতির বর্তমান সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন, সাবেক সভাপতি অধ্যাপক বেনু কুমার দে, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. খসরুল আলম কুদ্দুসী, রসায়ন বিভাগের অধ্যাপক ড. তাপসী ঘোষ, সংস্কৃতি বিভাগের অধ্যাপক সুপ্তিকণা মজুমদার ও রসায়ন বিভাগের অধ্যাপক মুনির উদ্দিন।

এছাড়া ছয়টি সংগঠনের মধ্যে বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন, উদীচির ধর্মরাজ, উত্তরায়ণের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও উন্মীলনের সহকারী পরিচালক রবিউল হাসান বক্তব্য রাখেন।

আবদুল্লাহ রাকীব/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।