ইবি প্রক্টরের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
দেশের একটি জাতীয় দৈনিকে ‘প্রক্টরের হাওয়ায় গাড়ি, ছয় মাসে ১১ হাজার কিমি পাড়ি, লাখ টাকার তেল খরচ’ নিয়ে
একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদটি আমলে নিয়ে প্রক্টরের বিরুদ্ধে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি ব্যাবহরের অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক আনোয়ার হোসেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আহসান-উল-আস্বিয়া এবং পরিবহন অফিসের সহকারী রেজিস্ট্রার মওদুদ আহমেদ।
কমিটিকে প্রক্টরের জ্বালানি ব্যবহার মাত্রাতিরিক্ত কিনা সেটা নিরুপণের জন্য ২০০৪ সাল থেকে প্রক্টর ও প্রক্টরিয়াল বডি কর্তৃক গাড়ি ও জ্বালানি ব্যবহারের বিষয়টি আনুপূর্বিক তদন্ত পূর্বক তুলনামূলক প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে। এছাড়া কমিটিকে যথাশিগগিরই সম্ভব তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ফেরদাউসুর রহমান সোহাগ/এফএ/এমএস