বেরোবিতে জনসেবক হিসেবে অভিজ্ঞতা বিনিময় সেমিনার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বেরোবি
প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৭

জনসেবক হিসেবে অভিজ্ঞতা বিনিময় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) লোকপ্রশাসন বিভাগের আয়োজনে।

রোববার বিকেলে লোকপ্রশাসন বিভাগে এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেরোবির উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।

লোকপ্রশাসন বিভাগের শিক্ষক জুবায়ের ইবনে তাহেরের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় অধীন বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টারের (ব্যান্সডক) মহাপরিচালক জেসমীন আখতার।

অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যদের মধ্যে বিভাগের শিক্ষক আসাদুজ্জামান মন্ডলসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেমিনারে মুখ্য আলোচক জেসমীন আক্তার জনপ্রশাসনের বিভিন্ন দিক তুলে ধরেন।

সজীব হোসাইন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।