১৭ ও ১৮ সেপ্টেম্বর ঢাবিতে নাট্যোৎসব
প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদের উদ্যোগে আগামী ১৭ ও ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নাট্যোৎসব ২০১৭’। ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ এ নাট্যোৎসবের আয়োজন করেছে।
উদ্বোধনী সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। উৎসব উদ্বোধন করবেন নাট্য সংসদের প্রধান উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় টিএসসি অডিটোরিয়ামে উৎসবের প্রথম দিন উদ্বোধন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রযোজনা রুটস অ্যান্ড উইংস নাটক পরিবেশন হবে। এর নির্দেশনা দিয়েছেন ওই বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আব্দুর রাজ্জাক।
দ্বিতীয় দিন সন্ধ্যা ৬টায় ওপেন স্পেস থিয়েটারের প্রযোজনা টুয়েলভ এংরি মেন মঞ্চায়িত হবে। এ নাটকটির নির্দেশনা দিয়েছেন আরিফুর রহমান।
এমএইচ/এমআরএম/আইআই