অধিভুক্ত সাত কলেজে ভর্তি ইউনিট ভিত্তিতে : ঢাবি উপাচার্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৯:১৩ এএম, ১৫ সেপ্টেম্বর ২০১৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত কলেজ ভিন্ন বিষয় বলে মন্তব্য করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। শুক্রবার সকালে ঢাবির ব্যাবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে অধিভুক্ত কলেজসমূহ নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।

উপাচার্য বলেন, সাত কলেজ একটি স্বতন্ত্র বিষয়। এসব শিক্ষাপ্রতিষ্ঠান এফিলিয়েটেড (শাখারূপে অন্তর্ভূক্ত) কলেজ পরিচালনার জন্য যে বিধি বিধান আছে সে অনুযায়ী পরিচালিত হবে।

তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল কলেজে যেভাবে ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষা হয় এসব কলেজেও ঠিক একইভাবে পরীক্ষা হবে।

এমএইচ/এমএমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।