জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জবি
প্রকাশিত: ০৬:৩৭ এএম, ১৪ সেপ্টেম্বর ২০১৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের অধীনে বিবিএ প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার (১৫ সেপ্টেম্বর)। ওইদিন বিকেলে ঢাকায় মোট ৬টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার বিকেল ৩টা থেকে ঘণ্টাব্যাপী এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদভূক্ত) ৪৬০টি আসনের বিপরীতে ১৩ হাজার ৫৬ জন অর্থাৎ প্রতি আসনের বিপরীতে প্রায় ২৮ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবে।

পরীক্ষার্থীদেরকে প্রিন্টকৃত প্রবেশপত্র সঙ্গে নিতে হবে। এ ছাড়া ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার আসনবিন্যাসসহ ভর্তি সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য জবির ওয়েবসাইট (http://admission.jnu.ac.bd অথবা http://admissionjnu.info) থেকে পাওয়া যাবে।

এসএম/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।