রাবি’র গণশিল্পী সদস্যের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ও গণশিল্পী সংস্থার সদস্য বাসুদেব রায়ের উপর ছাত্রলীগকর্মী সজীব ও তার সহযোগী কর্তৃক হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে তারা এ অবস্থান কর্মসূচি পালন করেন।
অবস্থান কর্মসূচিতে কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক কণিকা গোপের সঞ্চালনায় বক্তব্য দেন ভাষা সৈনিক আবুল হোসেন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর রাজশাহী শাখার সহ-সভাপতি অধ্যাপক আলমগীর মালেক, নাট্যকার মলয় ভৌমিক, ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান, রাজশাহী মহিলা পরিষদের সহ-সভাপতি কল্পনা রায়, মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. শাহ্ আজম, ছাত্র ইউনিয়নের সভাপতি আয়তুল্লাহ খোমেনী প্রমুখ।
কর্মসূচিতে বক্তারা বলেন, ছাত্রলীগ দেশের অনেক উন্নতির কাজ করেছে। এর প্রমাণ ১৯৭১ এ আরো বেশি করে পাওয়া যায়। কিন্তু বর্তমানে ছাত্রলীগ নামধারী কিছু সন্ত্রাসী এ ধরনের ন্যাক্কারজনক কাজ করছে। ফলে সংগঠনটির ভাবমূর্তি নষ্ট হচ্ছে। বাসুদেব রায়ের মতো একজন সাংগাঠনিক কর্মী যদি এ ধরনের হামলার শিকার হন তবে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা আজ কোথায়? এই বিশ্ববিদ্যালয়ের প্রাণ হলো এই সাংস্কৃতিক কর্মীরা। আর একের পর এক এরকম কর্মীদের উপর হামলার যদি কোনো বিচার না হয় তবে বিশ্ববিদ্যালয়ে আর কোনো সাংস্কৃতিক চর্চা হবে না। এ সময় বক্তারা দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এছাড়াও কর্মসূচি থেকে বক্তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে সজীব ও তার সহযোগীদের ছাত্রত্ব বাতিল করা এবং সরকারের কাছে এদের গ্রেফতারের দাবি জানান।
বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র বিষয়ক সংগঠন ‘ম্যাজিক লণ্ঠন’, রাবি ছাত্রফ্রন্ট, ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন এ কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে। এ সময় কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতিমণ্ডলীর সদস্য দেবশ্রী মণ্ডল।
উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম মার্কেটের সিলসিলা রেস্টুরেন্টের সামনে বাসুদেবকে পিটিয়ে আহত করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সজীবসহ তার সহযোগীরা। আহত বাসুদেব পাল বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের মার্স্টাসের শিক্ষার্থী। বর্তমানে বাসুদেব রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
রাশেদ রিন্টু/এসএইচএস/আরআই