চবিতে ‘বঙ্গবন্ধু চেয়ার’ ও ‘বঙ্গবন্ধু ফেলোশিপ’ অনুমোদন
শোকের মাস আগস্টে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত চালু করা হল ‘বঙ্গবন্ধু চেয়ার’ ও ‘বঙ্গবন্ধু ফেলোশিপ’। ফলে পিএইচডি গবেষকরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, দর্শন ও কর্ম নিয়ে গবেষণার সুযোগ পাবেন।
পাশাপাশি বঙ্গবন্ধু ফেলোশিপে যেকোনো বিষয়ে গবেষণার ওপর এমফিল ও পিএইচডি ডিগ্রি প্রদান করা হবে। বিশ্ববদ্যালয়ের সিন্ডিকেটের ৫১০তম সভায় সর্বসম্মতিক্রমে এ দুটি বিষয় নীতিগত অনুমোদন দেয়া হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানায়, বঙ্গবন্ধু চেয়ারে শুধুমাত্র বঙ্গবন্ধু নিয়ে গবেষণার জন্য পিএইচডি ডিগ্রি প্রদান করা হবে। আর বঙ্গবন্ধুর নামে ফেলোশিপের আওতায় যেকোনো বিষয়ের ওপর গবেষণার জন্যে পিএইচডি ও এমফিল ডিগ্রি দেয়া হবে। সিন্ডিকেট সভায় এগুলোর নীতিমালা নির্ধারণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে একটি কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়েছে। কমিটি এ গবেষণা কাজ কীভাবে করা যায় এবং কী কী এতে দরকার রয়েছে এসব বিষয় নিয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী জাগো নিউজকে জানান, শোকের মাসে বঙ্গবন্ধুর প্রতি অর্ঘ্য হিসেবে আমরা তার নামে চেয়ার ও ফেলোশিপ অনুমোদনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছি।
আবদুল্লাহ রাকীব/এএম/আইআই