জবিতে সেশন জট কমাতে ১ম বর্ষের ফল প্রকাশ ৩১ ডিসেম্বর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জবি
প্রকাশিত: ০৬:১১ পিএম, ২৭ আগস্ট ২০১৭

 

সেশন জট দূরীকরণ ও শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) স্নাতক সম্মান (২০১৬-১৭) শিক্ষাবর্ষের ১ম বর্ষ ২য় সেমিস্টারের ফল প্রকাশ ৩১ ডিসেম্বর বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি আগামী ১ জানুয়ারি থেকে স্নাতক শ্রেণির ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে ।

রোববার রাতে এ সংক্রান্ত একটি আদেশ জারির কথা জাগো নিউজকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার ওহিদুজ্জামান স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ ১ জানুয়ারি, ২০১৮। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ১ম বর্ষে শিক্ষার্থীদের ২য় সেমিস্টারের পরীক্ষার ফলাফল প্রদানসহ যাবতীয় কার্যাবলি ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। যাতে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে অনুত্তীর্ণ শিক্ষার্থীরা ২০১৭- ২০১৮ শিক্ষাবর্ষের ক্লাস শুরুর ১ম দিন থেকেই ক্লাশে অংশগ্রহণ করতে পারে।

উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, প্রতিবছর নতুন শিক্ষাবর্ষের ক্লাস শেষ হবার মাঝ পথে এসে পূর্ববর্তী ব্যাচের ২য় সেমিস্টারের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে দেখা যায়, ২য় সেমিস্টারের কিছু শিক্ষার্থী বিভিন্ন কারণে অকৃতকার্য হয়। অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় প্রথম সেমিস্টারের সঙ্গে ক্লাস করতে হয়। ক্লাস করতে গিয়ে পুনঃভর্তি শিক্ষার্থীরা কোর্সের অর্ধেক ক্লাসে অংশ নিতে পারেন না। ফলে তাদের পরীক্ষার ফরম পূরণের জন্য প্রয়োজনীয় ক্লাস উপস্থিতিও থাকে না। এতে অকৃতকার্য হবার পর ফের বিড়ম্বনায় পড়েন। অনেক আবার ঝড়ে পড়েন। অনেক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের বিশেষ সুপারিশে শর্ত সাপেক্ষে তারা পরীক্ষায় অংশ নিতে দেয়া হয়। এসব ভোগান্তি লাগবে শিক্ষার্থীদের সহায়তার জন্য নতুন এ নিয়ম চালু করেছেন।

তিনি আরও বলেন বলেন, প্রতি বছর জানুয়ারি মাসেই আমাদের বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্মান শ্রেণির নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হয়। এবছরও নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরুর আগেই স্নাতক সম্মান শ্রেণির ১ম বর্ষের ২য় সেমিস্টারের চূড়ান্ত ফল প্রকাশে নির্দেশ দেয়া হয়েছে সব বিভাগ ও দফতর প্রধানদের।

এ নিয়মটি চালু করায় সাধুবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়টির ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী আল রাজি মাহমুদ অনিক জাগো নিউজকে বলেন, প্রথমে যে নিয়মটি চালু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার জন্য তাদের ধনবাদ জানাই। কারণ আমাদের অনেক সহপাঠীরা ১ম সেমিস্টারের মাঝপথে পুনঃভর্তি হয়ে বেশ ভোগান্তি পড়েছিল। কারণ তারা অধিকাংশ ক্লাসই মিস করেছিল।

এসএম/জেএইচ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।