শুক্রবার ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটের ১ম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে। এর আগে ৫ সেপ্টেম্বর গ ইউনিটের ভর্তি পরীক্ষায় যেসকল কেন্দ্রে অনৈতিক পন্থা অবলম্বনের অভিযোগ পাওয়া গেছে সেসব কেন্দ্রগুলোতেই পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আমজাদ আলী।
সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৭৬টি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবছর ১৬৪০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৮০ হাজার ৪৪২ জন।
এদিকে ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক ড. এম আমজাদ আলী।
তিনি বলেন, অভিযুক্ত কেন্দ্রগুলোতে পরীক্ষা নেওয়া হবে কিন্তু সেখানে আমাদের নিজস্ব লোক বেশি থাকবে। আর পরীক্ষার কেন্দ্রে যদি কেউ অনৈতিক পন্থা অবলম্বনের চেষ্টা করে তবে তাকে কেন্দ্র থেকেই পুলিশের হাতে সোপর্দ করা হবে।