শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে রাবি ছাত্রজোটের বিক্ষোভ
দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে নিজের অর্থে চলতে হবে শিক্ষামন্ত্রীর নুরুল ইসলাম নাহিদের এমন বক্তব্যের কড়া সমালোনা ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা। শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের শাস্তির দাবিতে বৃহস্পতিবার দুপরে রাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেন তারা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।
রাবি ছাত্রফেডারেশনের সভাপতি ফারুক ইমনের পরিচালনায় সামাবেশে বক্তারা বলেন, শিক্ষামন্ত্রী গতকাল যে বক্তব্য দিয়েছেন তা সরকারী বিশ্ববিদ্যালয়গুলোকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের ঘৃর্ণ চেষ্টা ছাড়া কিছুই নয়। আমরা শিক্ষামন্ত্রীর এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে শিক্ষামন্ত্রীর এমন বক্তব্য প্রত্যাহারেরও দাবি জানাচ্ছি। এ সময় বক্তারা গত বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী ওপর হামলাকারী সন্ত্রাসীদেরও শাস্তি দাবি করেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন- ছাত্রফ্রন্টের সভাপতি সোহরাব হোসেন, ছাত্র ইউনিয়নের সভাপতি আয়াতুল্লাহ খোমেনী, ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ কুমার, ছাত্রফেডারেশনের সাধারণ সম্পাদক জাইফ অয়ন ও আহবায়ক ফজলে রাব্বী প্রমুখ।
উল্লেখ্য, বুধবার রাবিতে কৃতি শিক্ষার্থীদের স্বর্ণপদক ও গুনিজনদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, শুধু সরকারি অর্থে শিক্ষা অর্জন করা সম্ভব নয়। বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনা করতে এখনও আমাদের বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিতে হচ্ছে। তাই দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে নিজের পায়ে দাঁড়াতে হবে।