হৃদরোগে আক্রান্ত শেকৃবি উপাচার্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১১:৪২ এএম, ১১ আগস্ট ২০১৭

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ হৃদরোগে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার সকাল আনুমানিক ৭টার দিকে তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন। এ সময় তাকে দ্রুত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেয়া হলে হাসপাতাল কর্তৃপক্ষ সিসিইউতে চিকিৎসার ব্যবস্থা করে।

কর্তব্যরত চিকিৎসক ডা. এম. জি. আজম বলেন, প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিয়েছি। তবে স্বাস্থ্যের আশানুরূপ উন্নতি হয়নি। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার চিকিৎসায় শনিবার মেডিকেল বোর্ড গঠন করা হবে।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৪ আগস্ট তিনি শেকৃবির উপাচার্যের দায়িত্ব নেন।

রাকিব খান/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।