রাবির নতুন প্রক্টর অধ্যাপক লুৎফর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাবি
প্রকাশিত: ১১:৪২ এএম, ০৬ আগস্ট ২০১৭

প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান পদত্যাগের চার ঘণ্টার মাথায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. লুৎফর রহমান।

রোববার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এম আব্দুল বারী এ তথ্য নিশ্চিত করেন।

আব্দুল বারী বলেন, উপাচার্য নিজ ক্ষমতা বলে লুৎফর রহমানকে প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

নিয়োগ পাওয়ার পর অধ্যাপক লুৎফর রহমান জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে প্রক্টর হিসেবে দায়িত্ব দিয়েছে। আমি দায়িত্ব গ্রহণ করেছি। তিনি সবার সহযোগিতা কামনা করেন।

রোববার সকালে ব্যক্তিগত কারণ দেখিয়ে উপাচার্য এম আবদুস সোবহানের কাছে পদত্যাগপত্র জমা দেন প্রক্টর মজিবুল হক আজাদ খান।

রাশেদ রিন্টু/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।