ঢাবি উপাচার্যের সঙ্গে চীনা প্রতিনিধি দলের সাক্ষাৎ


প্রকাশিত: ১০:১৩ এএম, ২৭ মে ২০১৫

চীনের কুনমিং ইউন্যান ইউনিভার্সিটির অধ্যাপক লিন ইয়াং-এর নেতৃত্বে ৬-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করেছে।

মঙ্গলবার দুপুরে উপাচর্যের অফিসে তারা সাক্ষাৎ করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মো. আফজাল হোসেন উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের কুনমিং ইউন্যান ইউনিভার্সিটির মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারেও তারা ঐকমত্যে পৌঁছেন।

প্রতিনিধি দলের সদস্যরা কুনমিং ইউন্যান ইউনিভার্সিটি পরিদর্শনের জন্য ঢাবি উপাচার্যকে আমন্ত্রণ জানান। এই আমন্ত্রণনের জন্য উপাচার্য প্রতিনিধি দলকে ধন্যবাদ দেন।

এমএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।