ইসলামী বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এক জরুরি বৈঠক শেষে সোমবার বেলা ১১টায় এ তথ্য জানিয়েছেন প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান।
জানা গেছে, ২৪ আগস্ট পুলিশ-ছাত্রলীগের সংঘর্ষের জের ধরে ১৫ দিন ক্যাম্পাস বন্ধের পর মঙ্গলবার ক্যাম্পাস খোলার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে ক্যাম্পাসের স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখা এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সব রাজনৈতিক মিছিল, মিটিং, সমাবেশ ও টেন্টে অবস্থানের ওপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
এ ব্যাপারে প্রফেসর ড. মাহবুবর রহমান বলেন, ‘ক্যাম্পাসের অভ্যন্তরে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তবে মঙ্গলবার ক্যাম্পাসের আবাসিক হল খোলার কথা থাকলেও এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি কর্তৃপক্ষ।