আগামী বছর থেকে সমাবর্তন দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়


প্রকাশিত: ১২:০৮ পিএম, ২৫ মে ২০১৫

জাতীয় বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের ৮২তম সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে একাডেমিক ভবনের সিনেট হলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ এর সভাপতিত্ব করেন।
 
সভায় ৪টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে ১ অক্টোবর থেকে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু, একই বছরের ডিসেম্বর মাসে উক্ত সেশনে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু করা, ২০১৬ সালের নভেম্বর-ডিসেম্বর মাসে বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠান করা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ মূল ক্যাম্পাসে দেড় বছর মেয়াদী ‘মাস্টার অব এডভান্সড স্টাডিজ ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স’ বিষয়ে স্পেশাল মাস্টার্স ডিগ্রি প্রোগ্রাম চালু করা।

একাডেমিক কাউন্সিলের এ সভায় অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, অধ্যক্ষ প্রফেসর স্বপন কুমার ঢালী, অধ্যক্ষ আব্রাহাম লিংকন, প্রফেসর ড. গাজী সালেহ উদ্দিন, অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান, অধ্যক্ষ প্রফেসর মো. আবদুস সালাম হাওলাদার, অধ্যক্ষ আব্দুর রশীদ, অধ্যক্ষ প্রফেসর ফজলুল হক, অধ্যক্ষ তুহিন আফরোজা আলম, অধ্যক্ষ মো. খালেকুজ্জামান, অধ্যক্ষ প্রফেসর ফজলুল হক, উপাধ্যক্ষ প্রফেসর ডালিয়া আহমেদ, আরিফুল হায়দার প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আসলাম ভূঁইয়া, প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর, কোষাধ্যক্ষ প্রফেসর মো. নোমান উর রশীদ ও ডিনবৃন্দ উপস্থিত ছিলেন।

আমিনুল ইসলাম/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।