আলাদা বিভাগ হলো ঢাবির জাপান স্টাডি সেন্টার

আলাদা বিভাগ হিসেবে যাত্রা শুরু করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাপান স্টাডি সেন্টার। সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে জাপানিজ স্টাডিজ বিভাগ নামে নতুন শিক্ষা বর্ষ থেকে বিভাগটি যাত্রা করবে।

বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন বিভাগের প্রকল্প পরিচালক ও চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আবুল বারকাত। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক তাকে উক্ত পদে নিযুক্ত করেন।

এমএইচ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।