ঢাবিতে আলোকচিত্র ও ছবি প্রদর্শনী উৎসব শুরু শনিবার


প্রকাশিত: ১২:৪৩ পিএম, ২১ মে ২০১৫

দ্বিতীয় বারের মতো `ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি`র (ডিইউপিএস) উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আলোকচিত্র উৎসব ও ছবি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। উৎসবটি আগামী শনিবার থেকে শুরু হয়ে চলবে ২৮ মে বৃহস্পতিবার পর্যন্ত। বাছাইকৃত আলোকচিত্রগুলো প্রদর্শিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্র্রে (টিএসসি)।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে (ডুজা) আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান ডিইউপিএস এর দপ্তর সম্পাদক জনি।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আলোকচিত্র প্রদর্শনী উপলক্ষ্যে গত ২৬ ফেব্রুয়ারি থেকে ২৯ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন জায়গা থেকে আলোকচিত্র প্রেরণের আহ্বান জানানো হয়। সারাদেশ থেকে প্রায় ৪ হাজার ৫০০টি আলোকচিত্র জমা পড়ে। এর মধ্যে থেকে বিচারকমন্ডলী ১২৫টি আলোকচিত্র প্রদর্শনির জন্যে বাছাই করেন।

আলোকচিত্র বাছাইয়ে বিচারক হিসেবে ছিলেন- আলোকচিত্রী হাসান সাইফুদ্দিন চন্দন, লতিফ হোসাইন, কুদরত-ই-খুদা, মাহফুজুল হাসান রানা এবং দ্বীন মুহাম্মদ শিবলী। বিচারকমন্ডলী স্কুল পর্যায়ে ১০টি, কলেজ পর্যায়ে ১৫টি একক আলোকচিত্র এবং ৫টি ফটো স্টোরি প্রদর্শনীর জন্য চূড়ান্ত করেন।

তিনি আরো বলেন, আগামী ২৩ মে শনিবার এই বাছাইকৃত আলোকচিত্র প্রদর্শিত হবে। ওইদিন সকালে ঢাবির টিএসসি থেকে একটি বর্ণাঢ্য র্যালী শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হবে। এরপর সকাল ১১টায় শিল্পকলা একাডেমিতে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাবি উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিকী।

সংবাদ সম্মেলনে `ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি`র সভাপতি আকরাম হোসাইন, সাধারণ সম্পাদক নাফিউল হাসান নাসিমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।  

এমএইচ/এসকেডি/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।