পুনর্মিলনীর অনুষ্ঠান সম্পর্কগুলোকে চাঙ্গা করে : ড. কামরুল হুদা
পুনর্মিলনীর মাধ্যমে জঙ্গিবাদের অভিশাপ মাথাচাড়া দেয়ার সুযোগ পায় না। এতে করে সম্পর্কের বন্ধনগুলো দৃঢ় হয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. কামরুল হুদা।
শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের এসএসসি ২০০৯ এবং এইচএসসি ২০১১ (৩৫ তম ব্যাচ) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।
দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে তিনি আরও বলেন, বর্তমানে দেশে যে অস্থিরতা তা হচ্ছে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের বা যোগাযোগের দূরত্বের কারণে। পুনর্মিলনীর মতো অনুষ্ঠান সম্পর্কগুলোকে চাঙ্গা করে।
৩৫তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ইয়াকুব রাসেল ও সাদাব সিপার ইব্বানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবি কলেজের সহযোগী অধ্যাপক আসহাব উদ্দিন খালেদ, চবি মেডিকেল সেন্টারের প্রধান মেডিকেল অফিসার আবু তৈয়ব। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত কলেজের সাবেক শিক্ষার্থী এম এ খালেদ চৌধুরী। এছাড়া ৩৫তম ব্যাচের পক্ষে বক্তব্য রাখেন চবি সাংবাদিক সমিতির সভাপতি আশহাবুর রহমান শোয়েব।
এদিকে এর আগে সকাল সাড়ে ১০টায় কেক কেটে পুনর্মিলনীর উদ্বোধন ঘোষণা করেন চবি রেজিস্ট্রার। এরপর কলেজের ৩৫তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দীর্ঘদিন পর প্রিয় আঙিনায় প্রিয় বন্ধুদের কাছে পেয়ে স্মৃতিচারণমূলক আড্ডায় মেতে উঠেন শিক্ষার্থীরা। এসময় অনেকেই আবেগাপ্লুত হয়ে পরেন।
আবদুল্লাহ রাকীব/এমএএস/পিআর