ভারতের আইটি ফাউন্ডেশন’র সঙ্গে শাবিপ্রবি’র চুক্তি


প্রকাশিত: ০৩:৩০ পিএম, ২০ মে ২০১৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সঙ্গে বুধবার ভারতের টপ আপ আইটি অ্যান্ড ফাউন্ডেশন স্কিল প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ইউনিট (পিআইইউ) এর সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

শাবিপ্রবি’র পক্ষে কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, পিআইইউ-এর পক্ষে প্রকল্প প্রধান অনুরাগ মালিক এবং বিসিসি-এর পক্ষে সরকারের যুগ্ম সচিব রেজাউল করিম চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় আইআইসিটির পরিচালক প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল, প্রফেসর ড. ইয়াসমীন হক. ফখরুজ্জামান, এনামুল কবির, কমলেশ ভিয়াস, কমল মেনসামান, শাহ মো. ইমরান এবং শুভঙ্কর চৌধুরী উপস্থিত ছিলেন।


চুক্তি অনুযায়ী পিআইইউ ছাত্রছাত্রীদের আইসিটি বিষয়ে দক্ষতা বৃদ্ধির জন্য ফ্রি প্রশিক্ষণ ও সার্টিফিকেট প্রদান করবে এবং প্রশিক্ষত ছাত্রছাত্রীদের চাকরি পাওয়ার ক্ষেত্রে যোগসূত্র হিসেবে কাজ করবে।

ছামির মাহমুদ/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।