আবারও গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য গোলাম সামদানী


প্রকাশিত: ১১:২১ এএম, ০৪ জুলাই ২০১৭

আবারও গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র উপাচার্য হলেন অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী চার বছরের জন্য তাকে এই পদে পুনর্নিয়োগ দিয়েছেন। নিয়োগপত্র পাওয়ার পর মঙ্গলবার (৪ জুলাই) তিনি কর্মস্থলে যোগদান করেছেন।

এর আগে ২০১৩ সালের ১৬ মে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেছিলেন অধ্যাপক গোলাম সামদানী। সেই মেয়াদ শেষে তাকে আবারও পুনর্নিয়োগ দেয়া হলো এ পদে।

বিজ্ঞাপন

মঙ্গলবার গ্রিন ইউনিভার্সিটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে জানানো হয়, শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির অর্জন করেছেন ভারতের ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস প্রদত্ত ‘গ্লোবাল অ্যাওয়ার্ড’, র্যাপোর্ট বাংলাদেশের ‘অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট’, ফ্রিল্যান্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জর্জ হ্যারিসন অ্যাওয়ার্ড-২০১৬, অতীশ দীপঙ্কর স্মৃতি পরিষদ কর্তৃক স্বর্ণপদক-২০১৬ এবং বাংলাদেশ অর্গানাইজেশন ফর লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট (বোল্ড) কর্তৃক আজীবন সম্মাননা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গ্রিন ইউনিভার্সিটিতে যোগদানের আগে সামদানী ফকির ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে কর্মরত ছিলেন।

১৯৮৪ সালে ব্র্যাকে সিনিয়র রিসার্চ ইকোনমিস্ট হিসেবে যোগদান করেন অধ্যাপক গোলাম সামদানী ফকির। পরবর্তীতে ১৯৯৭ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত একই প্রতিষ্ঠানের প্রশিক্ষণ বিভাগের পরিচালক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এনজিও ব্যবস্থাপনা ও নেতৃত্বদান বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা প্রোগ্রামের একাডেমিক প্রধানের দায়িত্ব পালন করেন। সামদানী ফকির ২০০৬ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত আমেরিকার এসআইটি গ্রাজুয়েট ইনস্টিটিউটে ‘ভিজিটিং প্রফেসর’ হিসেবে কর্মরত ছিলেন।

গোলাম সামদানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে ১৯৭৩ ও ১৯৭৬ সালে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এরপর রোমানিয়ার বুখারেস্টে ইন্ড্রাস্ট্রিয়াল ইকোনমিক্সে কৃতিত্বের সঙ্গে পিএইচডি লাভ করেন। প্রশিক্ষণ জগতের বরেণ্য এ শিক্ষাবিদের গবেষণামূলক প্রবন্ধ যুক্তরাষ্ট্রসহ একাধিক আন্তর্জাতিক ও দেশীয় জার্নালে প্রকাশিত হয়েছে। গবেষক হিসেবে তিনি যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, ফিলিপাইন ও সুইডেনসহ বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক সেমিনার ও কনফারেন্সে বাংলাদেশ ও উপমহাদেশকে প্রতিনিধিত্ব করে প্রবন্ধ উপস্থাপন করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

উল্লেখ্য, গোলাম সামদানী ফকির ১৯৫২ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম মাওলানা আতাউর রহমান ফকির এবং মাতা মরহুমা রাবেয়া খাতুন ফকির। ব্যক্তিজীবনে তিনি এক সন্তানের জনক।

জেডএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।