মোবাইল অ্যাপেই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সব তথ্য
নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অ্যান্ড্রয়েড সংস্করণের মোবাইল অ্যাপ চালু করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। অ্যাপটি ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফলাফল, নোটিশ, ক্লাস রুটিন ও পরীক্ষার সূচি জানা যাবে।
এছাড়া অ্যাপটির মাধ্যমে গুরুত্বপূর্ণ সংবাদ, টেলিফোন নম্বর, ছবি, ভিডিও এমনকি ক্যাফেটেরিয়ার মেন্যু জেনে নিতে পারবে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। অ্যাপটির পুশ নোটিফিকেশন সার্ভিসের মাধ্যমে কোন রকম চার্জ ছাড়াই বিনামূল্যে গুরুত্বপূর্ণ আপডেট পাবে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।
সম্প্রতি মহাখালী ক্যাম্পাসের জিডিএলএন সেন্টারে এক অনুষ্ঠানে অ্যাপটি গুগল প্লে স্টোরে আপলোড করা হয়। শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে অ্যাপটির আরও উন্নত সংস্করণ তৈরি করা হবে। খুব শীঘ্রই অ্যাপটির আইওএস সংস্করণ পাওয়া যাবে বলে জানিয়ছেন সংশ্লিষ্টরা।
এএস/ওআর/পিআর