সনদ পাচ্ছে এএসভিএম অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থীরা
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থীরা অবশেষে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল (বিভিসি) কর্তৃক স্বীকৃতি ও রেজিস্ট্রেশন পাচ্ছে। বিশ্ববিদ্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আজ (বৃহস্পতিবার) সকাল ১০টার মধ্যে বিভিসি থেকে প্রয়োজনীয় সনদ ও কাগজ দেখিয়ে শিক্ষার্থীদেরকে লেটার ও আইডি কার্ড সংগ্রহ করতে বলা হয়েছে। রেজিস্ট্রেশন ফি ধরা হয়েছে ৫০০ টাকা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শেকৃবির এএসভিএম অনুষদে ৫ বছর মেয়াদী বিএসসি ইন ভেট সায়েন্স অ্যান্ড এএইচ ডিগ্রি চালু করা হয়। তবে এটি যৌথ ডিগ্রি এবং ডিভিএম ও অ্যানিম্যাল হাসবেন্ড্রি উভয়ের পাঠ্যক্রম। ফলে শিক্ষার্থীদের পড়াশোনার চাপ বেশি হওয়ায় অনেকেই এ যৌথ ডিগ্রির বিরোধিতা করেন। বিষয়টি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দুশ্চিন্তা বিরাজ করছিল।
আরএস/পিআর