ইবিতে পৃথক ঘটনায় ছাত্র ও কর্মচারী বরখাস্ত


প্রকাশিত: ১০:২২ এএম, ০৬ জুন ২০১৭

ইসলামী বিশ্ববিদ্যালয়ের পৃথক ঘটনায় এক ছাত্রকে এক বছরের জন্য বহিষ্কার এবং এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তাদের বরখাস্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ।

রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা যায়, গত বছরের ২৩ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা এক বাসের ড্রাইভারকে মারধর করে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধিতি বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের ছাত্র সৈয়দ কমরুজ্জামান তরঙ্গ।

তখন ওই ঘটনায় তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিস্কার করা হয় এবং একটি তদন্ত কমিটি গঠন করে কর্তৃপক্ষ। মঙ্গলবার ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী তরঙ্গকে বিশ্ববিদ্যালয় থেকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়।

এদিকে গত ৪ জুন বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পরিচ্ছন্ন কর্মী হাফিজুর রহমানকে টাকা আত্মসাতের দায়ে পুলিশ গ্রেফতার করে। এ ঘটনায় ইবি কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধির ১৫ (এ) ধারা মোতাবেক বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে সাময়িক বহিষ্কার করে।

ফেরদাউসুর রহমান সোহাগ/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।