ভাসানী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা : হলত্যাগের নির্দেশ


প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ১৩ মে ২০১৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মভাবিপ্রবি) এক ছাত্র নেতা নিহতের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার রাত ৮টার পর বিশ্ববিদ্যালয়ে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে হল ত্যাগেরও নির্দেশ দেওয়া হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খাদেমুল ইসলাম।

এর আগে বিকেল ৩টার দিকে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়। এসময় ক্যাম্পাসে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। সংঘর্ষে অপরাধ তত্ত্ব ও পুলিশ বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র ছাত্রলীগ নেতা মোশারফ হোসেনসহ কয়েকজন আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে।

গুরুতর আহত অবস্থায় মোশারফ হোসেনকে ঢাকায় নেওয়ার পথে সাভারে তার অবস্থার অবনতি হলে এনাম মেডিকেলে নেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে সেখানে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।