চবির শাটল ট্রেন অবরোধ


প্রকাশিত: ০৮:০০ এএম, ১২ মে ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কর্মসূচিতে পুলিশের লাঠিপেটার প্রতিবাদে সারাদেশে ছাত্র ধর্মঘটের অংশ হিসেবে শাটল ট্রেন অবরোধ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্র ইউনিয়ন।

চট্টগ্রাম শহর থেকে ছেড়ে আসা বিশ্ববিদ্যালয়গামী সকাল সাড়ে ৭টার ট্রেনটি দুপুর ১২টা পর্যন্ত অবরোধ করে রাখে ছাত্র ইউনিয়ন। এর ফলে ওই সময়ের মধ্যে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে কোনো ট্রেন ছেড়ে আসতে পারেনি। ১২টার পর ট্রেন চলাচল শুরু হয়।

চবি শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মেহেদী হাসান নোভেল বলেন, আমাদের কর্মসূচি সফল করার জন্য আমরা শাটল ট্রেন অবরোধ করে করেছি। আজ দুপুর ১২টা পর্যন্ত (মঙ্গলবার) কোনো শাটল ট্রেন চলতে দেওয়া হয়নি।

পুলিশ কোনো বাধা দিয়েছে কি না জানতে চাইলে তিনি জানান, জিআরপি পুলিশ এসেছিল। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে তারা কোনো বাধা দেয়নি।

ষোলশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরব আলী জানান, সকাল থেকে চট্টগ্রাম স্টেশন থেকে এখনো কোনো ট্রেন ষোলশহর স্টেশনে আসেনি। তবে দুপুর ১২টায় অবরোধ কর্মসূচি শেষ হওয়ায় এখন ট্রেন চলাচল করবে।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে রোববার সংবাদ সম্মেলন করে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট কর্মসূচি ঘোষণা করে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো।

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।