চবিসাসের নতুন সভাপতি শোয়েব সম্পাদক হাসান


প্রকাশিত: ১০:৩৯ এএম, ৩১ মে ২০১৭

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) নতুন কমিটির সভাপতি হিসেবে দৈনিক জনকন্ঠের চবি প্রতিনিধি রহমান শোয়েব এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক সংবাদের মাহমুদ হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বুধবার দুপুরে নির্বাচিতদের নাম ঘোষণা করেন চবিসাসের প্রধান নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক হেলাল উদ্দিন চৌধুরী।

এর আগে গত রোববার সাতটি পদের বিপরীতে একটি করে মোট সাতটি মনোনয়নপত্র বিক্রি হয়। এর ফলে সোমবার ও মঙ্গলবার কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করায় ও প্রতিদ্বন্দ্বী আর কোনো প্রার্থী না থাকায় তাদের নির্বাচিত ঘোষণা করা হয়।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি পদে দৈনিক আলোকিত বাংলাদেশের ফাহিম হাসান, যুগ্ম-সম্পাদক পদে বণিক বার্তার মুমিন মাসুদ, অর্থ সম্পাদক পদে দৈনিক আজাদীর আবদুল্লাহ আল ফয়সাল, প্রচার, প্রকাশনা ও দফতর সম্পাদক পদে দৈনিক সুপ্রভাত বাংলাদেশের বাইজিদ ইমন ও কার্যনিবাহী সদস্য পদে প্রিয় চট্টগ্রামের জয় দাশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, নির্বাচিত কমিটি ১ জুন থেকে আগামী এক বছরের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দায়িত্ব পালন করবেন।

আবদুল্লাহ রাকীব/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।