চবিতে শিক্ষক বাসে ককটেল বিস্ফোরণ, আটক ৪


প্রকাশিত: ০৪:২৫ এএম, ০২ সেপ্টেম্বর ২০১৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ডাকা ধর্মঘটের তৃতীয় দিনে শিক্ষক বাসে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে বাসচালক ও হেলপার আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ছয় শিক্ষার্থীকে আটকের পর দুইজনকে ছেড়ে দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৫টার দিকে একটি শিক্ষক বাস (চট্টমেট্রো-স-১১-০০০২৫) শহরের উদ্দেশে রওয়ানা হয়। বাসটি চৌধুরী হাটে পৌঁছানোর পর ২০-২৫ জন এতে তিনটি ককটেল বিস্ফোরণ ও হামলা চালায়। এতে বাসচালক দোলাল ও হেলপার আনোয়ার আহত হন।

আহতদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বাসে হামলা চালানোয় শহরের উদ্দেশে আর কোনো বাস ছেড়ে যায়নি।

বাসচালক দুলাল বলেন, ‘আমি সাড়ে পাঁচটার দিকে শিক্ষকদের আনতে শহরের উদ্দেশে বাসটি নিয়ে রওয়ানা হই। কিন্তু চৌধুরী হাট পৌঁছানোর পর ২০-২৫ জন এসে বাসটি লক্ষ্য করে তিনটি ককটেল ছুড়ে এবং বাসটি ভাঙচুর চালায়।’

এদিকে গত দুইদিন ধরে বিশ্ববিদ্যালয় ক্যম্পাসে ককটেল বিস্ফোরণ ও শাটল ট্রেনে হামলার ঘটনায় ৬ জনকে আটকের পর দুইজনকে ছেড়ে দেয় পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।