রুয়েটে গ্রীষ্মকালীন ও রোজার ছুটি শুরু সোমবার


প্রকাশিত: ১২:২৭ পিএম, ২০ মে ২০১৭
ফাইল ছবি

গ্রীষ্মাকালীন ছুটি ও পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) আগামীকাল সোমবার থেকে ছুটি শুরু হচ্ছে। এই ছুটি চলবে ২ জুলাই পর্যন্ত।

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রেস অ্যান্ড ইনফরমেশন সেকশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞতিতে জানানো হয়, আগামী ২২ মে থেকে ২৬ মে পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি চলবে। এ সময়ে রুয়েটের সকল প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়াও রোজার ছুটি ২৭ মে থেকে ২ জুলাই পর্যন্ত চলবে। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে। তবে পূর্ব ঘোষিত সময়সূচি মোতাবেক পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে। এ সময় সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত প্রশাসনিক কর্মকাণ্ড চলবে।

রাশেদ রিন্টু/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।