বহিষ্কারাদেশ প্রত্যাহারে উচ্চ আদালতে যাবে বুয়েট ছাত্রলীগ


প্রকাশিত: ১০:০৪ এএম, ০৫ মে ২০১৫

শিক্ষক লাঞ্ছিত করার দায়ে বহিষ্কৃত হওয়া বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখা ছাত্রলীগ সভাপতি শুভ্র জ্যোতি টিকাদার ও সাধারণ সম্পাদক আবু সাঈদ কনকের বহিস্কারাদেশ প্রত্যাহারে উচ্চ আদালতে যাবে বুয়েট ছাত্রলীগ। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় ঢাবি শাখা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত এক মানববন্ধনে এ ঘোষণা দেন বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ কনক।

সমাবেশে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এইচ. এম বদিউজ্জামান সোহাগ বলেন, বুয়েট প্রশাসনের এ রকম ঘৃণ্য ও ন্যাক্কারজনক বহিষ্কার আদেশ মেনে নেয়া যায় না। এর বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক আন্দোলন করে যাবে।

অন্যদিকে সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম এই বহিষ্কার আদেশ দ্রুত প্রত্যাহার না করলে দেশের সকল শিক্ষার্থীদের সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলারও হুমকি দেয় হয় মানববন্ধন থেকে।

মানববন্ধনে উপস্থিত থেকে বহিষ্কৃত আবু সাঈদ কনক বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উদ্দেশ্য প্রণোদিতভাবে এ সিদ্ধান্ত নিয়েছে। আমরা এ আদেশের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করব।

এছাড়া মানববন্ধনে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সহ-সম্পাদক আসাদুজ্জামান নাদিম, ছাত্রলীগ ঢাবি শাখা সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক ওমর শরীফসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।

এমএইচ/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।