মধ্যরাতে ক্যাম্পাস ছাড়লেন বেরোবি উপাচার্য


প্রকাশিত: ০৮:৫৩ পিএম, ০৫ মে ২০১৭

পুলিশি প্রহরায় মধ্যরাতে ক্যাম্পাস ছেড়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী।
 
শুক্রবার (৫ মে) বেরোবির তৃতীয় উপাচার্য হিসেবে চার বছরের মেয়াদ শেষ করেন তিনি।
 
প্রত্যক্ষদর্শীরা জানান,শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একটি ভাড়া করা মাইক্রোবাসে অধ্যাপক নূর-উন-নবী স্ত্রীকে নিয়ে মালামালসহ ক্যাম্পাস ছেড়ে যান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সের অধ্যাপক নূর-উন-নবীকে বেরোবির তৃতীয় উপাচার্য হিসেবে ২০১৩ সালের ৬ মে নিয়োগ দেয় সরকার। শুক্রবার শেষ হয় তার মেয়াদ। তিনি নিজ বিভাগে অধ্যাপনায় ফিরে যাবেন বলে জানা গেছে।

নয়ন/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।