বেরোবি ছাত্রলীগের তিন নেতা বহিষ্কার
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সংগঠনের শৃঙ্খলা ভঙের দায়ে জড়িত থাকার অভিযোগে তিন ছাত্রলীগ নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
বুধবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
সাময়িকভাবে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ জাগো নিউজকে বলেন, শুনেছি সাবেক নেতাদের সঙ্গে জড়িয়ে এই তিন নেতা ক্যাম্পাসে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িয়েছেন। তাই তাদের বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন বেরোবির শহীদ মুখতার ইলাহী হল শাখার সভাপতি ইমতিয়াজ বসুনিয়া, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার সাধারণ সম্পাদক মৃতিশ চন্দ্র বর্মণ।
বিএ