চাকরির দাবিতে বেরোবি উপাচার্যকে অবরুদ্ধ করেছে ছাত্রলীগ


প্রকাশিত: ০৮:০৪ এএম, ০৩ মে ২০১৭

চাকরির দাবিতে রংপুরের বেগম রোকেয়া  বিশ্ববিদ্যালয়ের (বেরোবি ) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীকে দুই ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রেখেছেন ছাত্রলীগের সাবেক নেতারা। বুধবার বেলা সাড়ে ১১টা থেকে উপাচার্যের কক্ষের সামনে অবস্থান নিয়ে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন ছাত্রলীগের সাবেক নেতারা।

এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক কমিটির নেতা হাদীউজ্জামান হাদী, ইমতিয়াজ বসুনিয়া, তিতাশ চন্দ্র,  ফয়সাল আজম ফাইন, আজিজুল হাকিম রাসেল,  মৃতিশ চন্দ্র বর্মণ,  তৌফিকুর রহমান তুষার,  রাজীব মণ্ডল, জুয়েল আহমেদসহ অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত রয়েছেন।

উপাচার্যের কক্ষের সামনে অবস্থানরত ছাত্রলীগ নেতারা জানান, উপাচার্য দীর্ঘ দিন ধরে যোগ্যতার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাদের চাকরি দেয়ার আশ্বাস দিলেও তা কার্যকর করেননি। তবে অস্থায়ী ভিত্তিতে হলেও চাকরি নিশ্চিত করতে হবে।

উপাচার্যের মেয়াদ আগামী ৫ মে শেষ হচ্ছে উল্লেখ করে ছাত্রলীগের সাবেক নেতারা বলেন, যদি এই সময়ে উপাচার্য ছাত্রলীগ নেতাদের নিয়োগ না দিয়ে যান। তবে তাকে ছাত্রলীগ নেতাদের লাশের ওপর দিয়ে যেতে হবে।

এ ব্যাপারে বেরোবি  ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া জাগো নিউজকে বলেন, শুনেছি ছাত্রলীগের কিছু সাবেক নেতা উপাচার্যের সঙ্গে দেখা করতে গেছেন।

এ বিষয়ে বেরোবি উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী জাগো নিউজকে বলেন, ভেতরে বিভিন্ন অনুষদের সভা চলছে। বিষয়টি নিয়ে পরে কথা হবে।

সজীব হোসাইন/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।