রাবি শিক্ষক সরওয়ার জাহান আর নেই


প্রকাশিত: ০৯:১৮ এএম, ০২ মে ২০১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের প্রফেসর ড. মো. সরওয়ার জাহান (৬৩) আর নেই (ইন্না...রাজিউন)। শনিবার সকাল ৮টার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র ও দুই কন্যা রেখে গেছেন। তিনি ইনস্টিটিউটের পরিচালকসহ অন্যান্য কয়েকটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। শনিবার বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের নামাজে জানাযা শেষে স্থানীয় খোজাপুর গোরস্থানে তাকে দাফন করা হয়।
 
তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন ও উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান গভীর শোক প্রকাশ করেছেন। তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে মরহুমের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে তার রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

প্রতিনিধি/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।