এপ্রিলেই শেকৃবিতে ছাত্রলীগের কমিটি ঘোষণা


প্রকাশিত: ০১:৩৬ পিএম, ১৫ এপ্রিল ২০১৭

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি ১১ এপ্রিল ঘোষণা করার কথা থাকলেও এখন পর্যন্ত তা হয়নি।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, এপ্রিল মাসেই সম্মেলনের মাধ্যমে শেকৃবি শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হবে।

জানা যায়, ১১ এপ্রিল সম্মেলনের প্রস্তুতি সম্পন্ন করতে না পারায় সম্মেলন হয়নি। এতে অনেক পদ প্রত্যাশীরা অসন্তুষ্ট হয়েছে। নির্ধারিত সময়ে সম্মেলন না হওয়ায় নেতারা দুঃখ প্রকাশ করেন।

তিনি বলেন, নিয়মিত, যোগ্য, অবিবাহিত, ২৯ বছরের কম বয়সী ছাত্রনেতাদের মধ্য থেকে নেতা নির্বাচন করা হবে। আঞ্চলিকতার প্রাধান্য দেয়া হবে না।
গুরুত্বপূর্ণ পদ পাওয়ার ক্ষেত্রে যারা এগিয়ে আছে তাদের মধ্যে অন্যতম হচ্ছেন- সোহেল রানা, মানস কীর্তনীয়া নয়ন, আসিফ ইবনে আমেজ মীম, মাহমুদুল হাসান প্রিন্স, হাফিজুর রহমান, সরকার আনন্দ, আভি আসাদ, মিজানুর রহমানসহ প্রমুখ।

উল্লেখ্য, ২০১৩ সালের ১১ অক্টোবর সর্বশেষ শেকৃবি ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।

এমআরএম/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।