ঢাবিতে ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়া দুই ছাত্রকে মারধর


প্রকাশিত: ০৪:১০ পিএম, ২৮ মার্চ ২০১৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে দলীয় কর্মসূচিতে যোগ না দেয়ায় দুই ছাত্রকে মারধর করেছে ছাত্রলীগ। মঙ্গলবার দুপুরে হলের বি-ব্লকের ৪০৬ ও ১০১ নম্বর রুমে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার ছাত্ররা হলেন- এমবিএ শিক্ষার্থী পিয়াল এবং শান্তি ও সংঘর্ষ বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র রায়হান।

জানা গেছে, মঙ্গলবার ছাত্রলীগের জঙ্গিবাদ বিরোধী মিছিলে অংশ না নেয়ায় পিয়াল ও রায়হানকে মারধর করে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ লিমনের অনুসারীরা। তারা দুই শিক্ষার্থীর ৩০৬ ও ১০১ নম্বর রুমে গিয়ে তাদের মারধর করে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে হল শাখা ছাত্রলীগের সধারণ সম্পাক আব্দুল্লাহ আল মাসুদ লিমন বলেন, ওই দুই ছাত্রকে কর্মসূচিতে অংশ নিতে বললে তারা উল্টো প্রশ্ন করে জঙ্গিবাদ বিরোধী মিছিল করে ছাত্রলীগ জঙ্গিবাদ দমাতে পেরেছে কিনা। তাই তাদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স বলেন, তিনি ঘটনার বিষয়ে অবগত নন। যদি কেউ মারধরের সঙ্গে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিয়া রহমান বলেন, যদি মারধরের ঘটনা ঘটে তাহলে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এমএইচ/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।