কালো দিবসে ঢাবিতে মানববন্ধন


প্রকাশিত: ১০:২১ এএম, ২৪ আগস্ট ২০১৪

২০০৭ সালে জরুরী অবস্থা চলাকালে সেনাবাহিনীর সদস্য কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের ওপর অমানবিক হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে প্রতিবাদী শিক্ষক-শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সেনা সদস্যরা অন্যায়ভাবে ক্ষমতা কুক্ষিগত করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর অমানবিক নির্যাতন চালিয়েছিল। সেদিন লড়াই না করলে তারা জাতির মাথার ওপর চেপে বসত।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক গোলাম রব্বানীর সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির তৎকালীন সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ার হোসেন।

তিনি বলেন, অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয় সকল সামরিক সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং জাতির ক্রান্তিলগ্নে তাদের পাশে দাঁড়িয়েছে। সেই দিন যারা ন্যাক্কারজনক হামলা চালিয়েছিলো তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাবি শিক্ষক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর সাইদুল ইসলাম, সেনা কর্তৃক নির্যাতিত শিক্ষক মেজবাহ কামাল, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।