২৫ মার্চ গণহত্যা দিবস স্মরণে ঢাবির কর্মসূচি


প্রকাশিত: ০৩:০৩ পিএম, ২২ মার্চ ২০১৭

২৫ মার্চ পাক-হানাদার বাহিনীর আক্রমণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নিহত শহীদদের স্মরণে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। ২৫ মার্চ কালরাত ও গণহত্যা দিবস পালন উপলক্ষে ঢাবি জগন্নাথ হল প্রাঙ্গণে এসব কর্মসূচি পালিত হবে।

বুধবার কালরাত ও গণহত্যা দিবস পালন কমিটির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ মার্চ সকাল ১০টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সন্ধ্যা ৬টায় শহীদদের স্মরণে স্থাপনাশিল্পের প্রদর্শন, ৭টায় নাট্যানুষ্ঠান, রাত ৮টায় দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি, ১১টায় মশাল প্রজ্বলন, ১১টা ৫৯ মিনিটে গণসমাধিতে মোমবাতি প্রজ্বলন এবং শ্রদ্ধা নিবেদন করা হবে।

কর্মসূচির উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালযের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন- প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন প্রমুখ।

এমএইচ/এমএমএ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।