জাবি অধ্যাপককে চাকরি থেকে অব্যাহতি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলী আকন্দ মামুনকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার রাত ১০ টায় অনুষ্ঠিত সিন্ডিকেটের নিয়মিত বৈঠকে তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক হানিফ আলী।
জানা যায়, ২০১৩-১৪ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার বিভাগীয় কমিটিতে অবৈধভাবে নিজেকে অন্তর্ভুক্তির দাবিতে বিভাগের ফটকে একাধিকবার তালা দিয়ে বিভাগে সংকটাবস্থা তৈরিসহ কয়েকটি অভিযোগে আকন্দকে বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত করা হয়।
উল্লেখ্য, এর আগে গত ১৮ মার্চ অনুষ্ঠিত সিন্ডিকেটে আলী আকন্দকে সাময়িক বরখাস্ত করা হয়। সে সময় অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়।